মঙ্গলবার, ৫ মে, ২০১৫

আপনার ব্লগে যোগ করুন ফেভিকন (favicon)

অত্যন্ত সহজে আপনার ব্লগে Favicon যোগ করুন 



Favicon হচ্ছে ১৬ *১৬ পিক্সেল ছবি যা আমরা  কিছু কিছু ওয়েবসাইট এর URL এর পাসে দেখে থাকি 

ফেভিকন হয়ে থাকে দুই ধরনের । অ্যানিমেটেড ফেভিকন এবং স্টিল ফেভিকন ।আজকে আমি আপনাদের স্টিল ফেভিকন ব্লগে অ্যাড করা শিখাব।প্রথমেই যেই ছবি ফেভিকন হিসেবে দিতে চান তা বাছাই করুন ।ইন্টারনেট এ গুগল মামারে জিগাইলে হাজার হাজার ফেভিকন তৈরি ওয়েবসাইট পাইবেন ।আমার মতে ফেভিকন হিসেবে কোন ছবি না দিয়ে ,কার্টুন টাইপ ফটো দিলে ভাল হয় ।নিচের ধাপ গুলা অনুসরন করুন ব্লগে ফেভিকন যোগ করার জন্যঃ-

ধাপ ১ঃ প্রথমে ব্লগার এর ড্যাশবোর্ড এ লগিন করুন ।তারপর চিত্র অনুযায়ী  layout>favicon>edit এ যান
ধাপ ২ঃ তারপর ১০০ কেবি এর মধ্যে আপনার ফেভিকন এর পিক আপলোড দিয়ে দিন। 
এর পর সেভ করুন।  এখন যেকোন ব্রাউসার থেকে আপনার সাইট লোড দিন ,দেখবেন আপনার দেওয়া ফেভিকন ব্রাউসার এর টাইটেল এর পাসে শো করতেছে। 

ধন্যবাদ 


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন